॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি মেডিকেল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবে বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে নিহত ব্যক্তিদের পরিবারকে আরও অধিকতর আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাঙ্গামাটির দায়িতপ্রাপ্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় তিনি এ অনুরোধ জানান।
সচিব বলেন, এই শ্রমিকদের পরিবারের জন্য আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন। এখানে অনেক সংস্থাই আছে, আপনারা চেষ্টা করলেই একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। আর যদি সেটা না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি তাদের ঢাকা বা মীরসরাই ইপিজেডে চাকরি দেয়ার চেষ্টা করবো। আর আর্থিকভাবে আমিও দেখি তাদের জন্য কি করতে পারি।
এ প্রসঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নিহত পরিবারকে জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়ার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অতিদ্রুত তাদের আর্থিক সহায়তা করা হবে।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার পরপরই আমি নিজে নিহত শ্রমিকদের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়েছি এবং তাৎক্ষনিকভাবে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছি। এছাড়াও তাদের যে কোন সহায়তার জন্য যোগাযোগ করতে বলেছি। তাছাড়াও গণপূর্তকেও সহায়তা করার জন্য বলেছিলাম। কিন্তু তারা কিছু করেছে কিনা তেমন কোন তথ্য আমার কাছে জানা নেই।
জেলা প্রশাসক বলেন, পিসিআর ল্যাবের বরাদ্দকৃত টাকা থেকে কিছু টাকা বেচে গেছে। সেখান থেকে চাইলে সিভিল সার্জন নিহতদের পরিবারকে সহায়তা করতে পারেন। এসময় রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ভবনে নির্মানাধীন পিসিআর ল্যাবের নীচতলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। দুই শ্রমিকদের মধ্যে একজনের নাম মোঃ আনোয়ার হোসেন (৩৭) ও আরেক জনের নাম মোঃ আব্দুল আজিজ (৩৫)। তাদের বাড়ি রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরাতন পুলিশ লাইন এলাকায়।