বান্দরবানে সমাজসেবার উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী পরিবারের জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান বিতরণ

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে গরীব, অসহায়, দুঃস্থ প্রতিবন্ধী পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (২সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর ব্যবস্থাপনায় বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে জেলার গরীব, অসহায়, দুঃস্থ প্রতিবন্ধী পরিবারের জীবনমান উন্নয়নে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মুহুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সরকারি শিশু পরিবারের ১জন মেধাবী শিক্ষাথীকে ৩০হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান, ১জন ক্যান্সার রোগীকে ৫০হাজার টাকা, ৯টি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থাকে ৩০হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা, জেলার ৫১৫টি গরীব, অসহায়, দুঃস্থ প্রতিবন্ধী পরিবারকে ৫হাজার টাকা করে মোট ২৫ লক্ষ ৭৫হাজার টাকা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শেখ হাসিনার সরকার মানুষকে শুধু স্বপ্ন দেখায় না, সেই স্বপ্নকে বাস্তবায়ন ও করে। যার উদাহরন তিন পার্বত্য জেলার মানুষ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। পার্বত্য মন্ত্রী আরো বলেন, আজ পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুফল ভোগ করছে স্থানীয় জনগন।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
2425262728