॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে ৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয় ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের বাস টার্মিনাল এলাকায় ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। উদ্বোধনের পর মোনাজাতসহ বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে পাঠ করা হয়।
এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলায় বর্তমানে প্রায় ৩৫ কোটি টাকায় দুইটি হাসপাতাল এবং ১৫টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এসময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মহসিন, সহকারি প্রকৌশলী মেহেদি হাসান এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। বর্তমান এ ধারাবাহিকতায় বর্জায় রাখার জন্য খাগড়াছড়ি জেলাবাসী সহযোগিতা চাই। জাতির জনক বঙ্গবন্ধু জম্মশত বার্ষিকীতে খাগড়াছড়ি জেলাবাসীর জন্য উপহার এ ভবন। খাগড়াছড়ি জেলাবাসী জন্য এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থ্যা সহ আরো উন্নয়েন জন্য আরো নতুন কাজ হাতে নেওয়া হয়েছে তাও আবার এবছর বা আগামী বছরে বাস্তবায়নের জন্য কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে উপ-পরিচালকের কার্যালয় ভবনের নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।