পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সমন্বয় সভা : পার্বত্য জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবার প্রায় ৮শ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হচ্ছে

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ তিন পার্বত্য জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবার প্রায় ৮শ কোটি টাকার সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর এসব সড়ক নির্মানের কাজ শেষ হলে তিন পার্বত্য জেলার পর্যটন শিল্পের বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পিছিয়ে পড়া বান্দরবানের যোগাযোগ ব্যবস্থার অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ির যে সমস্ত সড়কের কাজ বরাদ্দকৃত অর্থে সমাপ্ত হয়নি তার রিভাইসের বিষয়টিও বিবেচনায় রেখে কাজ করা হবে বলে বৈঠকে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ তিন পার্বত্য জেলার ৭ টি পৌরসভার সড়কগুলোও প্রকল্পে অন্তর্ভূক্ত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে বৈঠকে এইসব তথ্য তুলে ধরা হয়।
বৈঠককালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এন,ডিসি। পার্বত্য সচিব মেসবাহুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আবদুর রশিদ খান, সিএইচটিআরডিপি”র প্রকল্প পরিচালক শাহ নুরুল কাদির, তিন পার্বত্য জেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নুরুন্নবীসহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীবৃন্দ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, তিন পার্বত্য জেলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক, এর অংশ হিসাবে এই উন্নয়ন প্রকল্প গ্রহন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন হলে পার্বত্য জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার অমূল পরিবর্তন আসবে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গৃহীত প্রকল্পসমূহের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে। মানের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকা বেশি বেশি করে পরিদর্শনের মাধ্যমে গুণগত মান ঠিক রাখার আহবান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিন পার্বত্য জেলার সড়ক ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এর অধীনস্থ এলজিআরডির অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পার্বত্য মন্ত্রী।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031