পূর্ণাঙ্গ সফরে আসছে পাকিস্তান

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুলাই-আগস্টের দিকে পূর্ণাঙ্গ সফর খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান।
রোববার শ্রীলংকায় বাংলাদেশের টিম হোটেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি সাংবাদিকদের জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির সঙ্গে সফরের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই প্রেক্ষিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।

এদিকে এ বছর সিরিজ খেলতে আসলে পরপর তিনবার বাংলাদেশ সফর হবে পাকিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশের দু’বার সফরে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যায়নি টাইগার বাহিনী।

এক্ষেত্রে পাকিস্তানের দাবি ছিল- সিরিজ থেকে প্রাপ্ত আয় পিসিবির সঙ্গে যেন ভাগ করে নেয় বিসিবি।

এবারের সফরের আগে সেই টাকা দাবি করে পিসিবি। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পথে রয়েছে বলে জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30