চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলাকারীদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও কর্মরত সাংবাদিকবৃন্দরা। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম।
খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী সাংবাদিক আবু দাউদ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি জহুরুল আলম প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দরা এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর আটককৃত হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়ে বলেন,সাংবাদিকদের হামলা-মারধর ও মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। কারণ সাংবাদিক ঐক্যবদ্ধ।
সারাদেশে উদ্বেগজনক হারে সাংবাদিক নির্যাতন বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান সাংবাদিক নেতারা। এছাড়াও সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের দাবী জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ছাড়াও জেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য যে বিগত ১৪ ই নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলা করে সন্ত্রাসীরা।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031