রাঙ্গামাটিতে নিজ কেন্দ্রে ভোট দিলেন নৌকা প্রার্থী দীপংকর তালুকদার যারা বলেছে ভোট কেন্দ্রে মানুষ যাবে না, তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে

॥ নিজস্ব প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্বতঃস্ফুর্ত ভাবে ভোটাররা তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। রবিবার (৭ জানুয়ারী) রাঙ্গামাটি ২টি পৌরসভা ও ১০টি উপজেলার ২১৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। কোন বিরতি ছাড়া বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে রাঙ্গামাটি ২৯৯নং আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী দীপংকর তালুকদার তার নির্বাচনী ভোট কেন্দ্র চম্পক নগর এলাকার ওয়াপদা রেষ্ট হাউজ কেন্দ্রে তার ভোট প্রদান করেন। এর পর তিনি কাপ্তাই উপজেলা নির্বাচন ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য রওনা হয়।
ভোট দেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন বিধি অনুসারে আমরা ১৮ ডিসেম্বর বিকেল থেকে নির্বাচনের প্রচার করার সুযোগ আমরা পাই। আর নির্বাচনী প্রচারণা করতে বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রামে গিয়েছি। আমরা প্রচুর পরিমাণ সারা পেয়েছি। বিশেষ করে মহিলাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত ও সাহস জুগিয়েছে। যেখানেই নির্বাচনের প্রচারে গেছি, নৌকার পক্ষে জোয়ার দেখেছি। আজকেও ভোট কেন্দ্রে সকাল থেকে প্রচুর ভোটারের উপস্থিতি লক্ষ্য করছি। যারা বলেছে ভোট কেন্দ্রে মানুষ যাবে না। ভোট কেন্দ্রে ভোটার যাবে না। ভোট কেন্দ্রে আনন্দ ও উৎসাহ থাকবে না। তাদের কথা মিথ্যা প্রমাণ করে দিয়ে ভোটারা আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসাহ উদ্দিপনায় ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছে। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সুতরাং যারা নির্বাচনকে বানচাল করতে চায়, ভন্ডুল করতে চায়, ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের সাবধনা হওয়া উচিৎ। ভবিষ্যতে যেন তারা জনগণের সঙ্গে এমন ব্যবহার আর না করে যাতে জনগণ তাদের বিছিন্ন করে দেয়।
নির্বাচন চলাকালীন সময় কোন বাধা প্রদানের সম্মুখিন হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের রাঙ্গামাটির নির্বাচন এলাকার মানুষগুলো খুবই শান্তিপ্রিয় এবং আমি মনে করি সু-নাগরিক। যার কারণে আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজ নির্বাচন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। রাঙ্গামাটি জেলা, উপজেলা, ইউনিয়নে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আমি আমাদের রাঙ্গামাটিবাসীদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি যে তারা দেখিয়ে দিয়েছে যে শান্তিপ্রিয় নাগরিক বলতে কি বুঝায়।
জয়ের ব্যাপারে তিনি বলেন, নৌকার জয় নিয়ে কোনো সংশয় নেই। পাহাড়ী-বাঙ্গালী সবাই শান্তিপূর্ণ ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছে। আমি ১০০ ভাগ নিশ্চিত নৌকার জয় হবেই।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031