দৈনিক ভোরের চেতনা ২৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে মতবিনিময় সভা প্রকৃতির সৌন্দর্য্য দেখতে চাইলে অবশ্যই রাঙ্গামাটিতে আসতে হবে —–মোহাম্মদ মোশারফ হোসেন খান আমার সাংবাদিকতার জীবনে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আসছি —–এ কে এম মকছুদ আহমেদ

॥ বিশেষ প্রতিবেদক ॥ দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) রাতে রাঙ্গামাটি পলোয়েল পার্ক এন্ড কটেজে প্রতিনিধি সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাতাসম্পাদক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রকাশক এ কে এম মকছুদ আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা, অঞ্চলের প্রতিনিধিগণ। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বাংলাদেশের যে কয়টি পর্যটন জেলা রয়েছে তারমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা অন্যতম। রাঙ্গামাটিতে উঁচুনিচু পাহাড় এবং খুবই চমৎকার কাপ্তাই হ্রদ রয়েছে। এই দুইটি প্রাকৃতিক সৌন্দর্য একসাথে দেখতে হলে অবশ্যই রাঙ্গামাটি আসতে হবে। সত্যিকার অর্থে রাঙ্গামাটি একটি সুন্দর জেলা। এই জেলার সুন্দর দিকগুলো যদি দেখতে চান তাহলে ১ দিনে তা সম্ভব হবে না। কমপক্ষে ৩ থেকে ৪ দিন থাকতে হবে। তাহলে রাঙ্গামাটিতে অনেক আনন্দ উপভোগ করতে পারবে। জেলা প্রশাসক বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকা’র ২৬ বৎসরে পদার্পণ মানে তারুণ্যের প্রতীক, ২৬ মানে একটি তারুণ্যের শক্তি মনে করতে পারি। ২৬ বছর কিন্তু কম না। অনেকটা লম্বা সময় ধরে পত্রিকা টিকে আছে। তাদের সংবাদ পরিবেশনার গ্রহণযোগ্যতা রয়েছে বলে ২৬ বছর ধরে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে বলে আমি মনে করছি। সংবাদকর্মীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ করে আমি মনে করি যারা সাংবাদিক বা যারা সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট রয়েছেন। আপনাদের কিন্তু অনেক পড়ালেখা করতে হবে। জ্ঞান থাকতে হবে সকল বিষয়ের। যা মনে আসবে; পত্রিকায় তা লিখে দিলেন সাংবাদিকতার মানে সেটা নয়। আপনি যে বিষয়ের উপর সংবাদ পরিবেশন করবেন সেটার সঠিক ধারণা নিয়ে সংবাদ পরিবেশ করতে হবে। এমন অনেক পত্রিকা আমি দেখি শতভাগ ভুয়া নিউজ ছাপানো হয়েছে। একটা ভুয়া নিউজের কারণে একজন ব্যক্তির বা সমাজের কতটুকুন ক্ষতি হতে পারে এটা চিন্তার বিষয়। সুতরাং যে নিউজ আমি করবো সেটা ভালো করে যাচাই-বাছাই করে তারপর করবো। মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পরে দুই কলম লিখে এমন অনেকেই সাংবাদিকতা করছেন। তাহলে তার অবস্থা এমনই হবে। সবশেষে আমি এটাই বলবো, আপনি যে বিষয়ের উপর সংবাদ পরিবেশ করবেন সঠিক এবং বস্তুনিষ্ট সংবাদ করবেন। পাশাপাশি ওই জেলার ভালো দিকগুলো লিখলে জেলাটির সুনাম তুলে ধরার চেষ্টা করবেন। তাহলে দেশ এবং বিদেশে তার প্রভাব ছড়িয়ে পড়বে।
উপস্থিত সকলকে অভিনন্দন, স্বাগত জানিয়ে দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ বলেন, রাঙ্গামাটি হোক, চট্টগ্রাম হোক, ঢাকা হোক বা বাংলাদেশের যে কোন স্থান থেকে একটি পত্রিকা ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়া বা প্রকাশ করা এটা অত্যন্ত একটি কঠিন ব্যাপার। বিশেষ করে বর্তমানে সংবাদপত্রের অবস্থা খুবই খারাপ। বর্তমান সময়ে পত্রিকা টিকিয়ে রাখা কতখানি কঠিন ব্যাপার এ বিষয়টা আমি বুঝি।
তিনি বলেন, আমাদের পার্বত্য অঞ্চল (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এই তিনটি জেলায় ব্যক্তিগত (প্রাইভেট) কোন বিজ্ঞাপন নেই। সম্পূর্ণ সরকারী বিজ্ঞাপনের উপরে নির্ভরশীল। কিছু অফিস আমাদেরকে ছোটখাটো বিজ্ঞাপন দিয়ে থাকেন। কিন্তু আপনারা যে, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা’র ২৬ বছরে পদার্পণ করছেন। নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে প্রতিনিধিদের সাথে মতবিনিময়, আলোচনা সভার এই আয়োজন করছেন। এটি তো আরো কঠিন ব্যাপার ও অত্যন্ত সাহসের ব্যাপার। এই জাতীয় দৈনিক পত্রিকাটা আপনারা টিকিয়ে রাখবেন।
পত্রিকার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা আপনাদের নিজেদের বিষয় তো দেখবেন এবং তার সাথে প্রতিনিধিদের বিষয়টাও বিবেচনা করবেন। আমি ১৯৬৯ থেকে দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে আমার সাংবাদিকতা শুরু। দৈনিক ইত্তেফাক পত্রিকয় ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত আছি। এছাড়াও বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত রয়েছি। আমি ১৯৮২ সাল থেকে ৮৭ সন পর্যন্ত বাংলাদেশ গ্রামীণ সংবাদপত্র পরিষদের সভাপতি ছিলাম। ওই সময আমি সারা দেশ ঘুরে দেখেছি। পত্রিকার নীতিমালা সম্পর্কে আমার বেশ ধারণা রয়েছে।
পত্রিকার সকল প্রতিনিধি ও সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হলুদ সাংবাদিকতার বিপক্ষে আমার অনেক লেখনি রয়েছে। আমি সবসময় এই বিষয়ে বলাবলি করি। আমার সাংবাদিকতার ৫৫ বৎসর পার করেছি। আমি শুরু থেকেই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আসছি। আজ আপনাদেরকে অনুরোধ করবো, অপ-সংবাদিকতা থেকে আপনার অবশ্যই দূরে থাকবেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31