ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়া ডিজিটাল নিরাপত্তা খসড়া আইনের ৩২ ধারাসহ বিতর্কিত ধারাগুলো বাতিলের দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কর্মরত সাংবাদিকরা।
সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙ্গামাটির কমর্রত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাবাপী এ মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার কমর্রত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমেল চাকমা, জানালিষ্ট নেটওর্য়াক সাধারণ সম্পাদক ফাতেমা জান্নান মুমু প্রমূখ।
আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, কিছু দুর্নীতিবাজ আমলা তাদের দুর্নীতি আড়াল করার সুবিধার্থে সরকারে বেকায়দায় ফেলার জন্য এ আইন লিখেছে। এ আইনের ফলে শুধু সাংবাদিকদের জন্য নয় সাধারণ মানুষ ও অফিসের নিচের সারির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অপব্যবহার করা হবে। তাই এই আইনের বিতর্কিত ধারাগুলো বাতিলের দাবী করেন সাংবাদিক নেতারা।
তারা আরো বলেন, এ ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা মাধ্যমে গণমাধ্যমের কন্ঠারোধ করার পরিকল্পনা ও সাংবাদিকদের পায়ে শিকল পড়ানোর চেষ্টা চলছে। দেশের মানুষকে অন্ধকারে টেলে দেওয়ার আর এক নাম ৩২ধারা। যা স্বাধীন দেশের মানুষ কখনো মেনে নিবে না।
তাই অবিলম্বে এ আইন বাতিল করা না হলে বাংলাদেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চরণ করেন সাংবাদিক নেতারা।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031