বিশ্বাস ও ভালবাসায় সিদ্দিক আকবর উপাধি

খলিফাতুর রাসুল (দ.) হযরত ছিদ্দিক আকবর (রা.) স্মরণে ২০ তম আজিমুশান সুন্নি সম্মেলনে বক্তারা বলেছেন, সেদিন রাসুল করীম (দ.) ওপর যারা ঈমান এনে সাহাবী হয়েছেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ও ইসলামের প্রথম ঈমানদার ও খলিফা হযরত আবু বকর ছিদ্দিক (রা.)। যিনি নবী পকের (দ.) ওপর অগাধ বিশ্বাস ও ভালবাসার পরিপূর্ণতার কারণে সিদ্দিক আকবর উপাধিতে ভূষিত হন। হযরত সিদ্দিক আকবর(রা)’র মতো রাসূল(দ.) প্রেম ভালবাসা ও আদর্শ জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করলে ঈমানের পরিপূর্ণতা আসবে বলে বক্তারা উল্লেখ করেন। ১৯ মার্চ(রবিবার) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানাধীন শহীদনগরস্থ আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ মাঠে গাউসিয়া কমিটি বাংলাদেশ শহীদনগর শাখার উদ্যোগে বিশাল সুন্নি সম্মেলন উদ্বোধক ছিলেন মাওলানা খাইরুল বশর হাক্কানী।

আলহাজ্ব কাজী মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা মুফতি জসিম উদ্দিন আল আজহারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা আবুল কালাম বয়ানী, মাওলানা ইউসুফ আল কাদেরী, মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা আবু তাহের, মাওলানা কাজী মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা সেকান্দর, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা শফিউল আলম, মাওলানা সুলতানুল আলম আনসারী, মুহাম্মদ জসিম উদ্দিন, মহিউদ্দিন খোকন, মো. কমরুদ্দিন, শফি সওদাগর, মুহাম্মদ সেলিম প্রমুখ। মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা আবদুল আউয়ালের যৌথ সঞ্চালনায় ও মুহাম্মদ আবদুস শুক্কুরের সার্বিক সহযোগিতায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্নী সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব সেকান্দর সর্দার, যুগ্ম আহ্বায়ক কাজী লোকমান হাকিম, সচিব আলহাজ্ব মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। উপস্থিত ছিলেন শহীদ নগর গাউসিয়া কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31