চট্টগ্রাম মহানগরীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসক প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মহানগরীর অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৪ এপ্রিল ২০২০ ইং শনিবার সকাল ১১টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষে থানা কমান্ডারদের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, পাঁচলাইশ থানা কমান্ডার আহামদ মিয়া, খুলশীর ডেপুটি কমান্ডার মঈনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, সংবাদ সংস্থা এন.এনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, বীর মুক্তিযোদ্ধার সন্তান সরওয়ার আলম চৌধুরী মনি, মিজানুর রহমান সজীব, মোঃ সাজ্জাদ হোসেন, আশরাফ চৌধুরী প্রমূখ। শেষে করোনাভাইরাস থেকে দেশবাসীর সুরক্ষায় মুনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম ফজল আহমদ। থানা কমান্ডারগণ ডোর টু ডোর গিয়ে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্টানে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ বলেন, করোনা ভাইরাসপ্রতিরোধে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
যেসব বেসরকারী হাসপাতাল বা ক্লিনিকে বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে চিকিৎসা-সেবা দেয়া হচ্ছেনা সে হাসপাতালগুলোর লাইসেন্স বাতিলসহ কার্যক্রম চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সরকারের কাছে আহবান জানান তিনি।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31