কাপ্তাইয়ে প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে ১জন নিহত

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥ রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর বড়ইছড়ি-ওয়াগ্গা সড়কের ২ কিমি পূর্বে ভাইজ্যাতলি পাগলি মধ্যম পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে একজনকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
সোমবার (৮ জুন) সকাল ৯ টায় এই হত্যাকান্ড সংগঠিত হয় বলে স্থানীয়রা জানান। নিহতের নাম পদ্ম কুমার চাকমা (৫০)। তিনি রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদী উদনন্দী আদাম এর মৃত সুরেশ চন্দ্র চাকমার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে সকাল ১০ টায় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি জানান, ঐ লোক সকাল ৯ টায় পাগলি মধ্যম পাড়ার চা ও মুদি দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যার দোকানে বসে ছিল, সেই সময় ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে প্রথমে তাকে দোকানের বারান্দায় গুলি করে। গুলি খেয়ে ঐ লোক দোকানের ভিতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে অস্ত্রধারীরা দোকানের পেছনে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে আবারোও গুলি করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যা জানান, নিহত লোকটি মাঝে মাঝে তার দোকানে এসে বসতো। আজ(সোমবার) সকাল ৯ টায় তিনি দোকানের বাহিরে বারান্দায় বসে কলা খাচ্ছিলেন। সেই সময় ৩ জন অস্ত্রধারী এসে তার সামনে তাকে গুলি করে হত্যা করে পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্য দিবালোকে একজনকে হত্যার পর ঐ এলাকায় স্হানীয় জনগনের মাঝে আতংক বিরাজ করছে।
এদিকে ঘটনাস্থলে সকাল ১১ টার পর নিহতের স্ত্রী এবং তার কন্যা উপস্হিত হন এবং নিহতের লাশ সনাক্ত করেন। নিহতের স্ত্রী রুপা চাকমা জানান, তার স্বামী একসময় আঞ্চলিক দল জে এস এস কর্মী ছিল। তার প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে তিনি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতাল এর মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে কাপ্তাই থানার ওসি জানান।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031