সাজেকে গুলির চালানসহ আটক দুই

মোঃজুয়েল, বাঘাছড়ি প্রতিনিধি: রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা সাজেকে উপজাতীয় সন্ত্রাসীর জন্য আনা গুলির চালান সহ দুইজন উপজাতীয় যুবক কে আটক করেছে পুলিশ। বুধবার(৯জানুয়ারি ) সকাল ১১টার দিকে বাঘাইহাটের নার্সারী পাড়া নামক এলাকায় গুলির চালান সহ কর্ণ মোহন ত্রিপুরা(২৬) ও সাগর ত্রিপুরা(২৬)কে বাঘাইহাট পুলিশ পাড়ির এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করে।   এসময় তাদের বহনকৃত মোটর সাইকেল ও ব্যাগ তল্লাশী করলে ৯৯০ রাউন্ড গুলি পাওয়া যায়।  এবিষয়ে পুলিশের এসআই এনায়েত হোসেন বলেন, সকালে আমাকে সাজেক থানার ওসি স্যার ফোন করে বলে আমাদের কাছে তথ্য রয়েছে খাগড়াছড়ি হ-১১৪৭৯১ মোটরসাইকেলে করে গুলির চালান নিয়ে যাচ্ছে তাদের আটক কর তারপরপরেই চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটকৃতরা বলেন এই চালানটি ভারতের মিজোরামের শীলছড়ি থেকে আনা হয়েছে এবং এই চালানটি খাড়াছড়ি একটি আঞ্চলীক সংঘটনের জন্য নিয়ে যাচ্ছিল তবে কোন সংগঠনের জন্য নিয়ে যাচ্ছে তা এখনো স্বিকার করেনি।এবিষয়ে, সাজেক থানার অফিসার ইনচার্জ  নুরুল আনোয়ারে বলেন, আমাদের কাছে তথ্য ছিল আজকে যে কোন সময় বিপুল পরিমাপ ১টি গুলির চালান সাজেক থেকে বের হতে পারে এমন সংবাদে পুলিশি তৎপরতা বারিয়ে চালান সহ তাদের আটক করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পক্রিয়া চলছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930