করোনা বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গামাটির আলফেসানী স্কুল মাঠের বাজার জমে উঠেছে

॥ নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা কাঁচাবাজার ও কালিন্দীপুর কাঁচাবাজার আলফেসানী উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই স্কুল মাঠেই সামাজিক দূরত্ব বজায় রেখেই বেচাকেনা শুরু হয়। আর এতে সামাজিক দুরত্ব বজায় থাকার কারণে বাজারটি জমে উঠতে শুরু করেছে।
এদিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলা প্রশাসনের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব রেখে হাট-বাজারটি বসানো হয়েছে। তবে স্থানান্তরের প্রথম দিনের কারণে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কিছুটা কম ছিল। বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, খোলা মাঠ হওয়ার কারণে এখানে নিরাপদে ও সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছে। যদি কাঁচা বাজারের সঙ্গে মাছ বাজারও সংযুক্ত করা হয় তাহলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে তারা জমজমাট বিক্রি করছে। কোন সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। ক্রেতাসাধারণও বেশ ভাল ছিলো। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় হাট বাজার করে চলে যাচ্ছেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার সুবিধার্থে প্রশাসনের এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ বলেন, আমরা আশা করছি কয়েক দিনের মধ্যে এখানেই বাজার জমে উঠবে। এতে করে করোনা নিয়ে মানুষের আতংক লাঘব হবে।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার বলেন, বনরূপা কাঁচা বাজারটি সরু হওয়ার কারণে সমাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছিল না। তাই সরকারের নির্দেশনা মোতাবেক শহরের দুটি বাজারকে স্কুলের খোলা মাঠে সরিয়ে আনা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সবজি বিক্রেতা মো. রাজু জানান, সকাল থেকে প্রায় ১০হাজার টাকার মতো বিক্রি করেছি। আশাকরি বাজারটি আরও জমে উঠবে। আরেক সবজি বিক্রেতা বিজয় দে জানান, প্রথম দিন হিসেবে বেচা-কেনা ভাল হয়েছে। তবে আশা রাখি সামনে আরও ভাল হবে।
উল্লেখ্য, করোনাকালিন সময়ে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে রাঙ্গামাটির বনরূপা কাঁচা বাজার ও কালিন্দীপুর কাঁচা বাজারকে স্থানান্তর করে আলফেসানী উচ্চ বিদ্যালয় মাঠে বসানোর নির্দেশ প্রদান করে জেলা প্রশাসন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930