বান্দরবানে প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত

॥ বান্দরবান সংবাদদাতা ॥ বান্দরবান পার্বত্য জেলায় প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বান্দরবান জেলায় প্রথম বারের মতো করোনা আতংক হওয়ায় পুরো জেলাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। সিভিল সার্জন আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন। সারা দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের খবর জানা গেলেও তিন পার্বত্য জেলার মধ্যে এই প্রথম বান্দরবানে তাবলীগ ফেরত একজনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
বান্দরবান সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে কোয়ারান্টাইন মেনে চলতে বলা হয়েছে। যদি অবস্থার অবনতি হয় তাহলে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশনে ভর্তি করানো হবে। পাশাপাশি ঐ পাড়ার আশেপাশের সব গুলো পরিবারকে হোম কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫৯ বছরের এক ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে, তার নমুনা কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে তার রিপোর্ট পজেটিভ আসে। এদিকে উক্ত ব্যক্তি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক নয় বলে নিশ্চিত করেন সিভিল সার্জন।
স্থানীয় লোকজন জানান, আবু সিদ্দিক প্রায় সময় তাবলিগ গ্রুপের সাথে এলাকার বাইরে থাকেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা লক ডাউন করার পর সম্প্রতি তিনি ঢাকার নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পাপ কর্মকর্তা ডাঃ আবু জাফর মোহামদ সেলিম জানান, বুধবার পর্যন্ত ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্য তু¤্রুুর কোনার পাড়া এলাকার এই একজন ছাড়া আর কারো করোনা পজেটিভ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার আরো ৮ জনের নমুনা পাঠানো হয়েছে।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় তুমব্রু এলাকাসহ ঘুমধুম ইউনিয়ন লক ডাউন করেছে প্রশাসন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031