না ফেরার দেশে বায়তুশ শরফের পীর কুতুব উদ্দীন সাহেব

বায়তুশ শরফ নামক প্রতিষ্ঠান গুলোর আজ যেনো এক কালো দিন হয়ে দাড়িয়েছে। আজ একই দিনে বায়তুশ শরফ হারালো দুজন গুণী নক্ষত্র, সবাই হারালো তাদের অভিভাবক।
বুধবার ২০ মে ঢাকার একটি অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনীত রোগে ইন্তেকাল করেন বায়তুশ শরফের বর্তমান পীর বাহরুলউলুম মাওলানা কুতুব উদ্দীন সাহেব (ইন্নালিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন) বিষয়টি নিশ্চিত করেছেন বায়তুশ শরফের হুজুরের একান্ত ব্যক্তিবর্গ। বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার (রাঃ) এর অবর্তমান থেকে তিনি বায়তুশ শরফের হাল ধরেছেন। তিনি সফল ভাবে দীর্ঘ দিন যাবৎ দেশে বায়তুশ শরফ নামক সকল প্রতিষ্ঠানকে পরিচালনা করে আসছেন।
তিনি ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, গবেষক, হাদীস বিশারদ। তিনি তাঁর জীবনে বাহরুল উলুম অর্থাৎ জ্ঞানের সাগর উপাধি লাভ করেন। মৃত্যুকালে হুজুরের বয়স ছিলো প্রায় ৯০ বছর। ওনার বাড়ি চট্টগ্রামের মাদার বাড়ি এলাকায়, তাঁহার শেষ জানাজার নামাজ চট্টগ্রাম বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
এদিকে হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লংগদু উপজেলার বায়তুশ শরফের প্রধান হাফেজ মাওঃ ফোরকান আহমদ ও বায়তুশ শরফের প্রাক্তন ছাত্র সংসদ সহ পার্বত্য অঞ্চলের বায়তুশ শরফের সকল তরিকতের মানুষ ও বায়তুশ শরফ সমূহ।
গাঁথাছড়া বায়তুশ শরফের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওঃ নুরুল ইসলাম সাহেব তিনি বলছেন আমাদের ছাত্র জীবন থেকে নুরুল ইসলাম হুজুর পীর সাহেব হুজুর আমাদের গড়ে উঠার এক মাত্র পথ প্রদর্শক।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031