দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ’এর ৫ কর্মী আটক

॥ সোহেল রানা, দীঘিনালা ॥ খাগাড়ছড়ির দীঘিনালায় অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ(ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট) এর ৫ সাংগঠনিক কর্মী আটক করা হয়েছে। শুক্রবার (৭এপ্রিল) রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান পর্যন্ত দীঘিনালা জোনের সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ বিশেষ অভিযান চালায়।
আইনশৃঙ্খলা বাহিনীসূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার বাবুছড়া, আলমগীর টিলা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার আনন্দ বাজার, তেবাংছড়া, থানা বাজার রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশে একটি যৌথ বাহিনী অভিযান চালায়। সারারাত অভিযানের উপজেলার বাঘাইছড়ি মুখ গ্রামের মৃত ধনঞ্জয় চাকমার ছেলে ধর্মজ্যোতি চাকমা (৪৮), মৃত সহদেব চাকমার ছেলে প্রজ্ঞান জ্যোতি চাকমা (৫০), মৃত বৃঘুরঞ্জন চাকমার ছেলে বাপ্পী চাকমা (২৭),তেবাংছড়া এলাকার মৃত নির্মল কান্তি চাকমা ছেলে অনিল কান্তি চাকমা(৪৮) এবং থানাপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মো. ইয়াকুব আলী (৪১)কে আটক করা হয়।
এসময় তাদের বাড়ি তল্লাশী করে যৌথবাহিনী ০১টি পিস্তল, ০১টি এলজি, ০১টি পিস্তলের ম্যাগজিন, ০২ রাউন্ড পিস্তল এ্যামুনেশন, ০১টি ল্যাপটপ চার্জার, ১০টি ইয়াবাটেবলেট, ১৬টি মোবাইলফোন, ০১টি ধারালো ছুরি, ০১টি ব্যানার, ০২টি ব্যবহ্রত ডায়েরি, দেড় লিটার দেশীয় মদ, ০১টি জুয়া বোর্ড, ক্যাম্পে ব্যবহৃত ০৩টি মশারী ও গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত নথি উ্দ্ধার করা হয়।
এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আটক আসামীদের থানায় হস্তান্তর করা হয়নি।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031