
॥ সোহেল রানা, দীঘিনালা ॥ খাগড়াছড়ির দীঘিনালা জোনের জাগ্রত ২০ বেঙ্গলের সেনাবাহিনী উপজেলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম মগ্য কুমার কার্বারীপাড়া এলাকার হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
গত শনিবার সকালে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল, আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল, আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, মগ্য কুমার কার্বারীপাড়া এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেয়া হয়।
Post Views: ১২৬