রাঙ্গামা টির দুর্গম বন্দুকভাঙ্গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শণ মুজিব বর্ষে পার্বত্য দুর্গম এলাকার প্রতিটি গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে —–দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ মুজিব বর্ষে পার্বত্য দুর্গম এলাকার প্রতিটি গৃহহীনদের মাথা গোজার জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য দুর্গম এলাকাগুলোতেও গৃহীনদের মাঝে ঘর প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন। এ জন্য তিনি প্রশাসনের প্রতিটি কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
রাঙ্গামা টি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউ নিয় নে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনকালে খাদ্য মন্ত্রনালয় সম্প র্কিত সংসদীয় ক মি টির সভাপ তি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
এসময় রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, উপ জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, উপ জেলা প্র কৌশলী র নী সাহা, বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুন কান্তি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মেম্বারগণ উপ স্থিত ছি লেন।
এ সময় সাংসদ দীপংকর তালুকদার এমপি আরো বলেন, মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। যাদের আশ্রয় নেই তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে সরকার। ঘরগুলো পরিদর্শন করে কোনো ক্রুটি খুঁজে পাইনি। উপকারভোগীরা ভূমি ও গৃহীহীন ছিলেন, তারা আশ্রয়স্থল পেয়ে খুশী। প্রত্যেক ঘর খুব সুন্দর ও মানসম্মত হয়েছে। ঘরগুলো পেয়ে আশ্রয়হীনরা খুব খুশি। এতে প্রধানমন্ত্রীর কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এসময় ঘরের নির্মানকাজের গুনগত মানেও সন্তোষ প্রকাশ করেন তিনি। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে তিনি বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ৩ শত জনকে প্রধানমন্ত্রীর উপহার ১ হাজার টাকা করে প্রদান করেন এবং গাছের চারা রোপন করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031