প্রজাতন্ত্র দিবসে চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশনে সংবর্ধনা বাংলাদেশ-ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু —– ডা. রাজীব রঞ্জন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশন (এএইচসিআই) প্রাঙ্গণে জমকালো সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) এই অনুষ্ঠানে বাংলাদেশের সংসদ সদস্য, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ব্যবসায়িক, মিডিয়া, একাডেমিয়া, বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শহরের শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল, এস এম আল মামুন, মহিউদ্দিন বাচ্চু, এম এ মোতালেব, নজরুল ইসলাম, ওয়াসিকা আয়েশা খান, কানিজ ফাতেমা, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, মেজর জেনারেল মো. মাইনুর রহমান (জিওসি- ২৪ ইনফিনিটি ডিভিশন), চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিডিএ চেয়ারম্যান জহুরুল আলম দোভাষ, ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
এসময় ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশ ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, ভারত ও বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।
লোকজ ও বলিউড নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031