বান্দরবানে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে রেড ক্রিসেন্ট

বান্দরবান প্রতিনিধি ॥  করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় বান্দরবানে বেশিরভাগ লক ডাউন করা ক্ষুদ্র নৃগোষ্টি ¤্রাে সম্প্রদায়ের পাড়াতে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট। সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর এক বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে এসময় সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ¤্রাে সহ ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা জানান, বান্দরবানে করোনার সংবাদ পাওয়ার পর থেকে বান্দরবানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্টি ¤্রাে সম্প্রদায়ের ৫০টি পাড়া লকডাউন করেছে তারা নিজেরা নিজেদের উদ্যোগে আর এই লকডাউনের কারণে প্রায় ১ হাজার ৪১টি পরিবার গৃহবন্ধি অবস্থায় দূর্গম পাহাড়ে মানবেতর জীবনযাপন করছে। বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা আরো জানান, বান্দরবান সদরের ৬টি পাড়া, রোয়াংছড়ি উপজেলায় ২ টি পাড়া, রুমা উপজেলায় ২২ টি পাড়া ও লামা উপজেলায় ২০টি পাড়াতে ¤্রাে সম্প্রদায়ের নারী ও পুরুষেরা ঘরে আবদ্ধ রয়েছে এবং তারা পাড়া থেকে বের হচ্ছে না এবং পাড়াতে ও কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আর তাই আমরা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিলাম। রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন, আমরা লকডাউনরত ¤্রাে পাড়াতে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা’র নির্দেশনায় চাউল, ডাল, তেলসহ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করার কার্যক্রম হাতে নিয়েছে এবং আমরা আশাকরি এই কার্যক্রম সফল হলে ¤্রাে সম্প্রদায়ের লকডাউনরত সকল নারী ও পুরুষেরা আর অনাহারে থাকবে না। সেক্রেটারি অমল কান্তি দাশ আরো বলেন, আমরা ১ হাজার ৪১টি পরিবারকে সাতদিনের জন্য খাবার দিয়ে আসবো এবং আমরা আশা করি এই খাবার তাদের আগামী ৭দিনের জন্য পরিপূরক হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031