করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে আরো তিন বাংলাদেশিসহ রেকর্ড আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৬০ বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ৭ লাখের বেশি মানুষ। এমন ভয়াবহ অবস্থার মধ্যেও মে মাসের শুরুতে কয়েকটি অঙ্গরাজ্যের লকডাউন খুলে দেয়া হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অতীত রেকর্ড ছাড়াচ্ছে মৃতের সংখ্যা। কেবল নিউইয়র্কেই একদিনে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। লাখ লাখ রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এ অবস্থায় চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন গৃহবন্দি থাকায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে।এর মধ্যেই আগামী মাসের শুরুতে লকডাউন শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি দাবি করেন, অর্থনীতির স্বার্থেই এমন পদক্ষেপ নেয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব। এরই মধ্যে করোনা শনাক্তের সক্ষমতা আমরা অনেক বাড়িয়েছি। তাই আসছে সপ্তাহগুলোতে কিছু অঙ্গরাজ্যে খুলে দেওয়া হবে। কিছু নাটকীয় পদক্ষেপ নেয়ার মাধ্যমে ওই অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউক্যিাল কোম্পানি গিলিয়াড ফার্মার তৈরি করোনার ওষুধের দারুন সাফল্য মিলেছে। এর প্রয়োগে দুই তৃতীয়াংশ রোগীর উন্নতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সৌদি আরবের রাজপরিবারের কমপক্ষে ১৫০ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত। এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আর এদেরকে চিকিৎসা দেয়ার জন্য ইতিমধ্যে বিলাসবহুল হাসপাতালে ৫০০টির মত বেড প্রস্তুত রাখা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই এলার্ট বার্তা পাঠানো হয়েছে বলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো ওই হাই এলার্ট বার্তায় লেখা হয়, দেশের সকল ভিআইপিদের সেবা দিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। আমরা জানিনা ঠিক কতজন আক্রান্ত আছেন। ওই বার্তায় রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দেয়ার জন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নিতে বলা হয়। এছাড়া রোগে আক্রান্ত হাসপাতালের অন্যান্য স্টাফদেরকেও অন্য কোথাও নিয়ে চিকিৎসা দেয়ার কথা বলা হয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুলআজিজ আল সৌদ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এছাড়া সৌদি বাদশাহ কিং সালমান জেদ্দায় লোহিত সাগরের একটি দ্বীপে নিজেকে আলাদা করে রেখেছেন। এদিকে তার পুত্র মোহাম্মদ বিন সালমানও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২২ জন। মারা গেছেন ৪১ জন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মহামারীতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা ১৬০ জনে দাঁড়িয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কোঠা অতিক্রম করে পাঁচ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
এক দিনেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বড় উল্লম্ফন ঘটেছে।
করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন, যা আগামী ১৪ এপ্রিল শেষ হবে। কিন্তু ভাইরাস আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্যের অনুরোধে সরকার লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর কথা বিবেচনা করছে বলে কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন।
বিজেপি-শাসিত উত্তর প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্য লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে ইঙ্গিত দিয়েছে বলে বলছে এনডিটিভি। তেলেঙ্গানা এক জরিপ সংস্থার উদ্ধৃতি দিয়ে লকডাউন ৩ জুন পর্যন্ত বাড়ানোর পক্ষে বলেছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে টি রামা রাও মঙ্গলবার এনডিটিভিকে জানিয়েছেন, ওই জরিপে রাজ্যটিতে করোনভাইরাস সংক্রমণ ১ জুন সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে বলে আভাস দেওয়া হয়েছে।
আসাম ও ছত্তিশগড়ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই চলাকালে তাদের রাজ্য সীমান্ত বন্ধ রাখতে চায় বলে জানিয়েছে।
মঙ্গলবার কয়েকজন মন্ত্রী নিজেরা আলোচনা করার পর ভারতজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও চার সপ্তাহ বন্ধ রাখার সুপারিশ করেছেন। পাশাপাশি ধর্মীয় জমায়েত ও সব ধরনের সভার ওপরও নিষেধাজ্ঞা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
ভারতের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে, এখানে আক্রান্তের সংখ্যা ১০১৮ জন। এরপর যথাক্রমে তামিল নাডুতে ৬৯০, দিল্লিতে ৫৭৬, তেলেঙ্গানায় ৩৬৪ এবং কেরালায় ৩৩৬ জন।
ভারতে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সমন্বয়কের ভূমিকা পালনকারী সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আক্রান্ত কোনো ব্যক্তি সামজিক দূরত্ব বজায় রীতি মেনে চললেও তাকে যদি কোয়ারেন্টিন করা না হয়, তাহলে ৩০ দিনে তার মাধ্যমে আরও ৪০৬ জন আক্রান্ত হতে পারেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতজুড়ে করোনাভাইরাস আক্রান্তদের ৭০ শতাংশের রোগ লক্ষণ মাঝারি থেকে মৃদু এবং তাদের কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ভর্তি হওয়া দরকার হবে না।
পাকিস্তানে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ব্যক্তিগত সুরক্ষা উপকরণের (পিপিই) সঙ্কট নিয়ে প্রতিবাদরত বহু চিকিৎসক ও চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের চিকিৎসকরা প্রতিবাদে নামে বলে সিএনএন জানিয়েছে।
রোববার কোয়েটায় ১৩ জন চিকিৎসকের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিপিই সঙ্কট নিয়ে প্রতিবাদের এ ঘটানটি ঘটে।
প্রতিবাদস্থল থেকে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিএনএনকে নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজ্জাক চীমা।
এই গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানের ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশন (ওয়াইডিএ) বেলুচিস্তানজুড়ে তাৎক্ষণিকভাবে সব ধরনের চিকিৎসা সেবা বর্জন করার ঘোষণা দিয়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ পাকিস্তানে কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫২০ জন, মৃতের সংখ্যা ৫২ জন ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৫৭ জন ছিল বলে জানিয়েছে ডন অনলাইন।
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে দেশটির দাবি তারা এই হামলা প্রতিহত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে হয়েছে।
তবে এই হামলায় সৌদির কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালকি। এক বিবৃতিতে তিনি জানান, শুনিবার স্থানীয় সময় রাত ১১ টা ২৩ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই হামলার জন্য তিনি ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীকে দায়ী করেছেন। এছাড়া তিনি বলেন, রিয়াদ এবং জিজানে ওই মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আছে। রিয়াদের বাসিন্দারা জানান, তারা অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সৌদির আল-আরাবিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইউএস প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। সূত্র : আল জাজিরা, ফাইনান্সিয়াল টাইমস।
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের সংমণের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে ভারত। ঘনবসতিপূর্ণ দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেলে তা ভারতের পক্ষে খুবই বিপদজনক বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এরই মধ্যে পাওয়া গেল ভয়াবহ তথ্য। ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের বস্তিগুলোতে ছড়িয়ে পরেছে করোনা ভাইরাস। মুম্বায়ের এ বস্তিগুলোতে চার জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে পারেলে ৬৪ বছর, জামভিপাড্ডায় ৩৭ বছর বয়স্ক, এছাড়া ঘাটকোপার বস্তিতে ২৫ এবং ৬৮ বছর বয়স্ক চার জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
মুম্বাইয়ের এ বস্তিগুলোতে একটা ১০ ফুট বাই ৮ ফুট ঘরে ৬-৭ জন মানুষ বাস করেন। বস্তিগুলোতে এ রকম পরপর ২০০০ থেকে ২৫০০ ঘর রয়েছে এক একটি বস্তিতে। প্রতি ২০০ পরিবার পিছু একটি সাধারণ শৌচাগার। এদিকে মুম্বাইয়ের কালিমবার জামবালিপাড়া বস্তিতে ৩৭ বছরের এক যুবকের শরীরে মিলেছে করোনা ভাইরাস।
প্রায় ৮০০ পরিবারের বাস এবং তাদের জন্য বরাদ্দ মাত্র কয়েকটি শৌচাগার। আক্রান্ত যুবক বিদেশ থেকে ফিরেছেন কিছুদিন আগে। বিমানবন্দরে তার পরীক্ষায় কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। পরবর্তীসময়ে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তার চিকিৎসা কস্তুরবা হাসপাতালে চলছে। ওই বস্তিতে আর কেউ করোনাতে আক্রান্ত কিনা তা জানার জন্য পরীক্ষা চালাচ্ছে প্রশাসন।
ফলে এখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা কী সম্ভব নয়, বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা যদি একবার করোনা কোনোভাবে এ বস্তিগুলোতে থাবা বসাতে পারে তবে ভারত করোনার তৃতীয় দফা সংক্রমণের পর্যায়ে প্রবেশ করে যাবে।
অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাসের চলমান মহামারী আগের বিশ্বযুদ্ধগুলোর চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং বদলে যেতে পারে বিশ্বব্যবস্থা। এ মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
গতকাল (শনিবার) টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেওয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যদিয়ে বিশ্ব নতুন একটি অভিজ্ঞতা অর্জন করছে যা গত দুই শতাব্দিতেও দেখা যায়নি।
হাসান নাসরুল্লাহ সমাজের এলিট এবং গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই করোনা ভাইরাসের কারণে কী ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং কী ধরনের পরিণতি হচ্ছে সেগুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত।
তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারী প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ প্রভাব ফেলতে পারে এবং নতুন একটি বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে পারে। এ অবস্থায় তিনি আমেরিকা এবং ইউরোপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন।
হাসান নাসরুল্লাহ বলেন, “করোনা ভাইরাসরে মহামারীর কারণে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকবে কিনা আমি জানি না। এই মহামারীর কারণে সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। অর্থনৈতিক পুঁজিবাদী ব্যবস্থার কারণেই মূলত এই প্রশ্ন উঠেছে।”
করোনা ভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্বে কি ঘটছে তা থেকে শিক্ষা নেওয়ার জন্য হাসান নাসরুল্লাহ সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এই সামান্য ভাইরাস সারাবিশ্বের ৩০০ কোটি মানুষকে ঘরে বন্দি করে ফেলেছে।
আশরাফ উদ্দিন, মিরসরাই প্রতিনিধি ::: গাড়ি শুন্য ঢাকা-চট্টগ্রাম মহাড়কের মিরসরাই অংশে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েগেছে একটি হাইচ মাক্রো। এতে আরোহন কারী ৫ রাশিয়ান নাগরিক আহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত একজনের আঘাত গুরুতর হলেও বাকি চার জন প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন। জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী হাইচ মাইক্রো (নং চট্টমেট্রো চ ৫১-২২৪৬) সোনাপাহাড় মামা ফকির আস্তানার সামনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। হাইচটি শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের বলে জানা গেছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ ফিরোজ জানান, হাইচটি পাঁচজন রাশিয়ান নাগরিকসহ ৭জন যাত্রি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন একটু বেশি আঘাত পেয়েছেন অন্যরা তেমন আঘাত পাননি। গাড়িটি উল্টে যাওয়ার পর পরই অপর একটি গাড়ি যোগে আহত যাত্রীরা পুনরায় চট্টগ্রামের দিকে রওয়ানা হয়ে যায়। তাই আহতের নাম জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের হাতে সরঞ্জামগুলো তুলে দেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
অধ্যাপক আজাদ জানান, চীন থেকে দ্বিতীয় দফায় আসা এই মেডিকেল সরঞ্জামের মধ্যে ১০ হাজার টেস্ট কিট, চিকিৎসক–নার্সদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার এন৯৫ মাস্ক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার রয়েছে।
বিশ্বে মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাস চীন থেকে দিন মাসে ছড়িয়ে পড়লেও এখন দেশটিতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিশ্বের বিভিন্ন দেশকে এখন সহায়তা করছে তারা।
এর আগে বাংলাদেশে কভিড–১৯ রোগী পাওয়ার আগেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন।
ওই সময়ে ‘বন্ধুত্বমূলক সহায়তা’ হিসাবে চীনাদের জন্য ১০ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ ফেস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার সু কাভার এবং ৮ হাজার গাউন পাঠিয়েছিল বাংলাদেশ।
চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসাবে আমরা এ ধরনের উপহার বিনিময় করেছি। বিপুল পরিমাণ সরঞ্জাম কার্গো বিমানে এসেছে, আমরা সেগুলো গ্রহণ করলাম।”
তিনি বলেন, ”চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ আমরা করেছিলাম। আমরা ইতোমধ্যে জেনেছি, মান্যবর রাষ্ট্রদূত চীন সরকারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছেন।” নভেল করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের দেওয়া ১০ হাজার টেস্ট কিট ও ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) বৃহস্পতিবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে তা হস্তান্তরের জন্য উপস্থিত ছিলেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের বলেন, “আমরা এখনো ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি। চীন এখন ভালো অবস্থায় আছে। বাংলাদেশও যুদ্ধ করছে। আমি আশা করি, চীন ও অন্য দেশের সহায়তায় বাংলাদেশও এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবে। সুতরাং আপনারা আত্মবিশ্বাসী হোন।”
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে সরঞ্জাম পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ও সরকার এখান থেকে চীনের জনগণের জন্য অনেক সরঞ্জাম পাঠিয়েছিল কিছু দিন আগে। তার প্রতিদান হিসাবে আমরা এই সহায়তা করছি।”
করোনাভাইরাস মোকাবেলায় চীন থেকে বিশেষজ্ঞ দল আগমনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে রাষ্ট্রদূত জিমিং বলেন, “আমরা এটা নিয়ে কাজ করছি। বেইজিং থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
”কিন্তু ভাইরাসটি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। অনেক দেশে পরিস্থিতি খুব মারাত্মক, বাংলাদেশ এখনও সেই তুলনায় আক্রান্ত নয়। ওই আক্রান্ত দেশের দিকে আমরা এখন বেশি মনোযোগ দিচ্ছি।”
তবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা সেদেশের বিশেষজ্ঞের সহায়তা এখনই নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জ্যাক মার উপহার আসছে রোববার
নভেল করোনাভাইরাস মোকাবেলায় আলিবাবার সহ–প্রতিষ্ঠাতা চীনা ধনকুবের জ্যাক মার পক্ষ থেকে বাংলাদেশের জন্য সুরক্ষা সরঞ্জাম রোববার আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
ওই দিন রাতে চিকিৎসা সরঞ্জামবাহী বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, ”প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ৩০ হাজার টেস্ট কিট এবং ৩ লাখ মাস্ক থাকবে সেই সরঞ্জামের মধ্যে।”
এর মধ্যে ২ লাখ ৭০ হাজার সার্জিক্যাল এবং ৩০ হাজার এন৯৫ মাস্ক রয়েছে বলে জানান তিনি।
শনিবার এক টুইটে মরণঘাতি ভাইরাস মোকাবেলায় বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশকে মাস্ক ও পরীক্ষার কিটসহ সুরক্ষা সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জ্যাক মা।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সরকার এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানান তিনি। যদিও শুভেচ্ছাপত্রে ২৬ মার্চ দিনটিকে ‘ন্যাশনাল ডে‘ বা ‘জাতীয় দিবস‘ লেখা হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়ার নীতিতে বিশ্বাসী হয়ে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন বজায় রাখতে আমাদের দুই দেশের আন্তরিক ইচ্ছা রয়েছে। ইমরান খান লিখেছেন, বাংলাদেশের ভাতৃসম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করছি।