সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৮ ঘণ্টায় ১৬০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দুবাই পুলিশ কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল আরিফ গারেব আল-শামসি জানান, সোমবার দিবাগত ১২টা মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ সময়ে আমাদের পুলিশ কন্ট্রোল রুমে অন্তত এক হাজার ৪শ ২৩টি কল পেয়েছি।
তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় চালক এবং রাস্তা ব্যবহারকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং মনোযোগ দেয়া উচিত। চালকদের ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগির পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের সিনিয়র সিনেটর ডায়ানে ফেনস্টেইন। তিনি বলেছেন, অসাংবিধানিক কর্মকাণ্ডের জেরে ট্রাম্প অভিশংসনের আগেই নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেবেন।
লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পবিরোধী এক প্রতিবাদ সমাবেশে ফেনস্টেইন এ কথা বলেন।
সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, ৮৩ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক ডায়ানে ফেনস্টেইন হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য। ট্রাম্পবিরোধী সমাবেশে একজন বিক্ষোভকারী প্রশ্ন করেন, ‘আমরা জেনেছি, ট্রাম্প প্রতিদিনই আইন লংঘন করছেন। রাশিয়ার সঙ্গে তার নিশ্চিত যোগসাজশ রয়েছে। তিনি এমন অনেক কিছুই করছেন যা অসাংবিধানিক। তবে আমরা কেন তাকে সরিয়ে দেয়ার উদ্যোগ নিচ্ছি না?’
জবাবে ফেনস্টেইন ইঙ্গিত দেন যে, তিনি আরও বেশি কিছু অবগত। তিনি বলেন, ‘আমরা অনেকেই এসব বিষয়ে তদন্ত করছি। আমি মনে করি, তিনি (ট্রাম্প) নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।’
এ সময় তিনি ট্রাম্পের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবসায়িক সংশ্লিষ্টতা ও স্বার্থের সংঘাতের কথা উল্লেখ করেন। তবে অভিশংসিত হওয়ার মতো কোনো কাজ ট্রাম্প করেছেন কিনা- সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।
ফেনস্টেইন বলেন, ‘আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে চাচ্ছি না।’
এমনিতেই ভারতজুড়ে রাজনৈতিকভাবে পর্যুদস্ত কংগ্রেস। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই বিরোধীরা কংগ্রেসকে ‘ব্যানার’ পার্টির আখ্যা দিয়ে কটাক্ষ করে আসছে। আর এবার কংগ্রেসের কাটা ঘায়ে নুন ছড়াল মধ্যপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিং- এর ছাত্র।ভারতে ২৭টি নির্বাচনে হারের জন্য, ভারতে নির্বাচনে সবচেয়ে বেশি হারের কাণ্ডারী হিসাবে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর নাম , গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে প্রস্তাবিত হলো। সৌজন্যে মধ্যপ্রদেশের ইঞ্জিনিয়ারিং ছাত্র বিশাল দিওয়ান। বিশালের দাবি, রাহুল গান্ধি প্রত্যক্ষভাবে কংগ্রেসের হয়ে কাজ করায় এবং নির্বাচনী প্রচারে যাওয়া একের পর এক নির্বাচন হেরেছে কংগ্রেস। গিনেস বুকে রাহুল গান্ধির নাম প্রস্তাব করে, তার এনরোলমেন্টের টাকাও পূরণ করে দিয়েছেন বিশাল। প্রস্তাব গিনেশ বুকের পক্ষ থেকে গৃহিত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দিক থেকে প্রায়ই কৌতূকের কেন্দ্রবিন্দুতে থাকেন কংগ্রেসের নেতা তথা সহ-সভাপিত রাহুল গান্ধি। উত্তর প্রদেশের নির্বাচনের আগে এক প্রেস বিবৃতি দেয়ার সময়ে উত্তরপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ভুলে গিয়েছিলেন রাহুল, সে নিয়ে বিস্তর হাস্যকৌতূক হয় সোস্যাল মিডিয়াতে। ফের একবার কৌতূকের পাতায় উঠে এল রাহুল গান্ধির নাম।যদিও এই বিষয়টিকে বিশেষ আমল দিতে চাননি রাহুল গান্ধী।
ঘানার জনপ্রিয় পর্যটন স্পট কিনট্যাম্পো জলপ্রপাতে বিশাল একটি গাছ উপড়ে পড়ে ২০ জন নিহত ও বহু আহত হয়েছে বলে জানা গেছে। বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়ো বাতাসে জলপ্রপাতের ওপরের দিক থেকে একটি গাছ জলপ্রপাতটির পানিতে সাঁতার কাটা লোকজনের ওপরে গিয়ে পড়ে।এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান বলে জানিয়েছেন ঘানার দমকল বিভাগের মুখপাত্র প্রিন্স বিলি অ্যাঙ্গলাতি। নিহতদের অধিকাংশ ওয়েঞ্চি মেথডিস্ট সিনিয়র হাইস্কুলের ভূগোলের ছাত্র। শিক্ষাসফরে সেখানে গিয়েছিল তারা। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীদের একটি যৌথ দল উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। চেইন-স দিয়ে ডাল কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ন্যাটোর প্রতি আবারও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ জোটের প্রতিরক্ষা কার্যক্রমে সদস্যরাষ্ট্রগুলোকে আরও অর্থ ব্যয় করার দাবি জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসে গত শুক্রবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকে ট্রাম্প এ মত দেন।
নিয়ম থাকলেও ন্যাটোর অনেক সদস্যরাষ্ট্রের মতো জার্মানিও মোট দেশজ উৎপাদনের ২ শতাংশ অর্থ ন্যাটোকে দেয় না। জার্মানির চ্যান্সেলর বৈঠকে প্রতিরক্ষায় তাঁর দেশের ব্যয় বাড়ানোর প্রত্যয়ের কথা জানান।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে আবারও আড়ি পাতার অভিযোগ তোলেন। ট্রাম্প বলেন, শুধু তিনিই নন, জার্মানির চ্যান্সেলরও ওবামা প্রশাসনের আড়ি পাতার শিকার হয়েছিলেন।
আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের সময় হাত মেলানো নিয়ে হাস্যরসের জন্ম দেন ট্রাম্প। বৈঠক চলার সময় সাংবাদিকেরা ছবি তোলার জন্য দুই নেতাকে হাত মেলানোর অনুরোধ করেন। কিন্তু ট্রাম্প ছিলেন নির্বিকার। দৃশ্যত তিনি সাংবাদিকদের আহ্বান শোনেননি। বিবিসিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা কয়েকবার অনুরোধ করলেও ট্রাম্প কোনো সাড়া দিচ্ছেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় এ নিয়ে চলে নানা ঠাট্টা-বিদ্রূপ।
শুক্রবার মালয়েশিয়ার উচ্চ আদালতের জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার স্থানীয় আইনের ফৌজদারি দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে এই ‘বাধ্যতামূলক ফাঁসির সাজা’র রায় দেন।
মালয়েশিয়ান পত্রিকা নিউ স্ট্রেইটস টাইমস, মালয়েশিয়া আপডেইটস ও দ্যা স্টার অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই মালয়েশিয়ান নাগরিকের নাম আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন ও যুহাইরুল আফান্ডে জুলকাফলি। দু’জনই মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তা ও দু’জনের বয়স ৩৫ বছর।
২০১৪ সালের ২৯ অক্টোবর রাতে আবু বকর সিদ্দিক (৪৫) নামে আটক বাংলাদেশিকে হত্যার অপরাধ দেখানো হয় এই দুই অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে।
অভিবাসন কর্মকর্তারা আবু বকর নামের ওই ‘অবৈধ’ বাংলাদেশিকে হাজতে বন্দি অবস্থায় শারীরিক নির্যাতন করেন ও পেরলিস স্বরাষ্ট্রমন্ত্রণালয় কার্যালয়ে তা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
এক পর্যায়ে আবু বকর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় ও ২০১৪ সালের ৪ নভেম্বর মারা যান। ময়নাতদন্তে জানা যায়, নির্মমভাবে পিটিয়ে জখম করার কারণেই তিনি মারা যান।
বিচার বহির্ভূত হত্যাই বাংলাদেশে বড় সমস্যা: যুক্তরাষ্ট্র
২০১৬ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, অসাম্প্রদায়িক, বহু মতের সংসদীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক প্রশাসনের ‘কার্যকর নিয়ন্ত্রণ’ রয়েছে।
এরপর জঙ্গিবাদ নিয়ে আলোচনার পরপরই বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড।
এছাড়া অবৈধভাবে আটক, সরকারি বাহিনীর হাতে গুম, জঙ্গিদের মাধ্যমে হত্যাকাণ্ড, বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা,শ্রমিকদের জন্য অনিরাপদ কর্মপরিবেশের বিষয়টি নিয়েও উদ্বেগজনক বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
জঙ্গি দমনের ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগের কথা বলা হয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলো সরব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দুদিন আগেই বলেছিলেন, দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না।
এই ধরনের কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে, এক্ষেত্রে সরকারের পদক্ষেপ খুবই সীমিত। বন্দুকযুদ্ধের মতো ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেই দেখছে মানবাধিকার সংগঠনগুলো
এসব ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকে দায় মুক্তি দেওয়া হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ।
“নিরাপত্তা বাহিনীর দ্বারা হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ সীমিত।”
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থাহীনতার কারণে জনগণ অনেক সময়েই তাদের শরণাপন্ন হয় না বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগের প্রতিক্রিয়ায় সরকারের পক্ষ থেকে ‘ভিকটিমদের’ দায়ী করে সরকারের বক্তব্যের সমালোচনাও করা হয়েছে, যা প্রকারান্তরে নিরাপত্তা বাহিনীকে দায়মুক্ত করছে বলে যুক্তরাষ্ট্রের দাবি।
বাংলাদেশের বিচার বিভাগের দুর্বলতা এবং বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে আটকের বিষয়টিও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।
এছাড়া অনলাইনে মত প্রকাশ এবং এনজিওগুলার কাজে নিয়ন্ত্রণ আরোপকেও দেখানো হয়েছে মানবাধিকারের ক্ষেত্রে অন্তরায় হিসেবে।
নিহত পাঁচজনই ওই বিচক্রাফট বি২০০ কিং এয়ার উড়োজাহাজে ছিলেন, তারা সবাই তাসমানিয়ার কিং আইল্যান্ডের বাসিন্দা বলে জানিয়েছে বিবিসি।
ভিক্টোরিয়া পুলিশের সহকারী কমিশনার স্টিফেন লিন জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে এসেনডেন বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরই আকস্মিকভাবে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং তা ওই বিপনী বিতানের উপর আছড়ে পড়ে।
সেন্ট্রাল মেলবোর্নের ১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে এসেনডেন বিমানবন্দর সাধারণত হালকা যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামার জন্য ব্যবহৃত হয়।
স্টিফেন জানান, দুর্ঘটনার সময় বিপনী বিতানটি বন্ধ থাকায় হতাহতের সংখ্যা বাড়েনি।
উড়োজাহাজটি আছড়ে পড়ে স্পটলাইট নামের একটি দোকানের ওয়্যারহাউজের উপর। স্পটলাইটের একজনর মুখপাত্র জানিয়েছেন, তাদের সব কর্মীই নিরাপদে আছেন। মাইক কাহিল নামের একজন প্রত্যক্ষদর্শী অস্ট্রেলিয়ার হেরাল্ড সানকে জানান, বিস্ফোরণের পর লাল-কালো আগুনের হলকা অন্তত ৩০ মিটার উপরে উঠে যায়।
আরেক প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল মে দ্য এজ-কে জানান, ঘটনার সময় তিনি বিপনী বিতানটি খোলার অপেক্ষায় কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন।
“হঠাৎ করেই কমলা রঙয়ের বিস্ফোরণ হল, এবং তারপরই ধোঁয়া দেখতে পেলাম। কিছুক্ষণ পর জরুরি নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এলেন, তার কিছু সময় পর আমি চলে আসি।”
এ ঘটনায় শোক প্রকাশ করে ভিক্টোরিয়ার প্রিমিয়ার ডেনিয়েল অ্যান্ড্রুজ বলেন, “এটি একটি ভয়াবহ শোকের দিন। যত লোক মারা গেছেন, গত ত্রিশ বছরে আমাদের অঙ্গরাজ্য বিমান দুর্ঘটনায় এতজনকে নিহত হতে দেখেনি।”
অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, টুইন ইঞ্জিনের উড়োজাহাজটি কীভাবে দুর্ঘটনায় পড়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে তারা।